খেলা

টপ অর্ডারে ‘ভয়ঙ্কর’ অস্ট্রেলিয়া, ‘ভঙ্গুর’ বাংলাদেশ – শক্তির যত পার্থক্য

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর সুপার এইট পর্বে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। শুক্রবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় এই ম্যাচটি শুরু হবে।

দশ হাজার ধারণক্ষমতার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে হবে এই ম্যাচটি। টি-টোয়েন্টি বিশ্বকাপ তো বটেই ক্রিকেট ইতিহাস দেখলে বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের তুলনা করাটাই মুশকিল হয়ে যাবে।

কিন্তু ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা হিসেবে সুপরিচিত। এই আসরেই টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট দলের গ্রুপ পর্ব পার হওয়ার আশা অনেক সমর্থক ও বিশ্লেষক করেননি। বাংলাদেশ ক্রিকেট দল তিন ম্যাচ জিতে সুপার এইটে উঠেছে।

ওদিকে চলতি বিশ্বকাপে অস্ট্রেলিয়া জিতেছে চার ম্যাচের চারটিতেই। সবগুলো ম্যাচেই নিজেদের কর্তৃত্বের প্রমাণ দিয়ে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *