স্বাস্থ্য

ভারতের হাসপাতালগুলো রাতের বেলায় কতটা নিরাপদ?

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে এক তরুণী চিকিৎসককে হাসপাতালের ভেতরেই ধর্ষণ করে খুন করার ঘটনার প্রতিবাদ বুধবার আরও বড় আকারে ছড়িয়ে পড়েছে। আগে থেকেই পশ্চিমবঙ্গ সহ ভারতের অন্যান্য মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতে জুনিয়ার ডাক্তারদের আন্দোলন চলছিল।

বুধবার পশ্চিমবঙ্গের প্রায় সব বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা বহির্বিভাগে রোগী দেখা বন্ধ করেছেন।

অন্য দিকে বুধবার রাতে ‘মেয়েরা রাত দখল করো’ নামে সামাজিক মাধ্যমে এক ডাক দিয়ে পশ্চিমবঙ্গে একশোরও বেশি জমায়েত হতে চলেছে, জমায়েত হবে রাজধানী দিল্লির বাঙালি পাড়া বলে পরিচিত চিত্তরঞ্জন পার্কেও।

আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসককে তার কর্মস্থলেই ধর্ষণ করে খুন করার ঘটনায় আন্দোলনকারীরা বিচার যেমন চাইছেন, তেমনই হাসপাতালগুলিতে কাজ করেন যে সব নার্স ও নারী চিকিৎসকরা, তাদের ভাবাচ্ছে হাসপাতালে নিরাপত্তাহীনতার বিষয়টিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *