মো. ফয়েজ , কমলনগর(লক্ষ্মীপু): মেঘনায় জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ উপলক্ষে উপজেলা টাস্কফোর্স ও সহ-ব্যবস্থাপনা কমিটির সভা
অনুষ্ঠিত হয়েছে।
৭ অক্টোবর ২০২০ ইং বুধবার বেলা ১১ টায় টাস্কফোর্স কমিটির সদস্য ও ব্যবস্থাপনা সংগঠনের প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে কমলনগর উপজেলা রিসোর্ট সেন্টার কক্ষে অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোবারক হোসেন এর সভাপতিত্বে ও মৎস অফিসার আবদুল কুদ্দুছ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কমলনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলনগর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম, পানি সম্পদ অফিসার ডাঃ আক্তারুজ্জামান, কৃষি অফিসার ইকতারুল ইসলাম, সমবায় অফিসার মোঃ হানিফ,
ইউ পি চেয়ারম্যান হাজী হারুনুর রশিদ, নিজাম উদ্দিন, আহসান উল্লা হিরন, কমলনগর রিপোর্টার্স ক্লাব সভাপতি ইসমাইল হোসাইন বিপ্লব, বি এম এস এফ কমলনগর শাখা সভাপতি এ আই তারেক, সাংবাদিক মোঃ ফয়েজ মাহমুদ, ক্ষুদ্র মৎসজীবী সমিতি ছিদ্দিক ফকির,শাহজান মেম্বার স্থানীয় মৎস আড়ৎদার মেহেদী হাসান লিটন,আক্তার আলম,
কোস্ট গার্ড প্রতিনিধি, ইকোফিস-২ বাংলাদেশসহ সাংবাদিক, জনপ্রতিনিধি,জেলে প্রমূখ।
সভায় বক্তারা বলেন- এ নদী আমার না, আপনাদের সকলের।
জাতীয় সম্পদ ইলিশ রক্ষা করা আমাদের সকলের নৈতিক
দায়িত্ব। জাতীয় সম্পদ ইলিশ রক্ষা অভিযান চলাকালীন সময়ে
নদীর পাড় কোনাে নৌকা বাঁধা থাকলে তা ছিদ্র করে ডুবিয়ে
দেওয়া হবে। নৌকায় মাছ আহরনের সরঞ্জামাদী থাকলে পুড়িয়ে
দেওয়া হবে। নদী তীরবর্তী খালের মুখ বন্ধ করে দেওয়া হবে,
যেন কোনাে জেলে সেখানে আশ্রয় না নিতে পারে। যেকোনাে
মূল্যেই হােক ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ
সংরক্ষণে কার্যকর প্রদক্ষেপ গ্রহন করা হবে।